নয়াদিল্লিঃ রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ। দু'দিন পর প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হলো ওই নিখোঁজ ব্যক্তির খণ্ড বিখণ্ড দেহ। খুন করে দেহ টুকরো টুকরো করে ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল বলে অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার মালওয়ান এলাকায়। সোমবার উদ্ধার হয় জুজহার সিং নামে ওই ব্যক্তির দেহ। মৃতের বয়স ৫০। পুলিশ সূত্রে খবর, ফোনের লোকেশন ট্র্যাক করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ।
যোগীরাজ্যে নৃশংস খুনের ঘটনা
জানা যায়, মৃত ব্যক্তির মোবাইল ফোনের শেষ লোকেশন পাওয়া যায় প্রতিবেশী ইন্দ্রপাল সিংয়ের বাড়িতে। এরপরই তার বাড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। ওই বাড়ির একটি বন্ধ ট্রাঙ্ক থেকেই উদ্ধার হয় দেহাংশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা এলাকা পরিদর্শনে আসেন টাহ জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্যাম নারায়ণ সিং। দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করে দোষীকে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ? কী কারণে এই খুন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রতিবেশীর বাড়ির ট্রাঙ্ক থেকে উদ্ধার নিখোঁজ যুবকের খণ্ড বিখণ্ড দেহ
Missing UP Man's Dismembered Body Found In Trunk In Neighbour's Househttps://t.co/kIr24tPZ2o pic.twitter.com/lw4waWfWn5
— NDTV (@ndtv) September 22, 2025