নয়াদিল্লিঃ রাস্তাঘাট(Road), অফিস(Office), বাস-ট্রাম কোথায় সুরক্ষিত নারীরা? আরও একবার এই প্রশ্নের জন্ম দিল সম্প্রতি ঘটে যাওয়া উত্তরপ্রদেশের একটি ঘটনা। নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা। সন্তান প্রসব করায় জানাজানি হয় গোটা ঘটনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাড়িতেই তাকে ধর্ষণ করত রশিদ নামে এক আত্মীয়। দিনের পর দিন ভয় দেখিয়ে তার উপর শারীরিক নির্যাতন করা হত বলে অভিযোগ। আর এরপর গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। কা গর্ভধারণের ছয় মাসের মাথায় সন্তানের জন্ম হয়, কিন্তু সদ্যজাতটি প্রি-ম্যাচিওর হওয়ায় জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি। হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রশিদের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার অসহ্য পেট ব্যথা শুরু হয় ওই নাবালিকার। তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, গর্ভবতী সে। কিছুক্ষণের মধ্যেই সন্তান প্রসব করে সে। এরপর পরিবারকে সে জানায়, রশিদ নামে ওই আত্মীয় তাকে ধর্ষণ করত। ধর্ষণের মুহূর্ত ক্যামেরাবন্দি করে নির্যাতিতাকে নানাভাবে হুমকি দেওয়া হত। ভয়ে কাউকে কিছু বলতে পারেনি ওই নাবালিকা। এরপরই এই অভিযোগের ভিত্তিরে রশিদকে গ্রেফতার করে পুলিশ।
বাড়ির মধ্যেই লাগাতার ধর্ষণ, ১১ বছর বয়সে সন্তান প্রসব নাবালিকার
Bareilly Shocker: Minor Girl Gives Birth After Married Man Rapes Her Multiple Times in UP, Child Dies Minutes Later; Accused Arrested #Bareilly #UttarPradesh #Crime
— LatestLY (@latestly) September 7, 2025
Read: https://t.co/3Ju15CCTxJ
— LatestLY (@latestly) September 7, 2025