নয়াদিল্লি: মণিপুরের চূড়াচাঁদপুরে (Churachandpur) মঙ্গলবার কুকি (Kuki) সংগঠনগুলি এক প্রতীকী 'কফিন মিছিলের' ডাক দিয়েছে। জঙ্গি তকমা দিয়ে সিআরপিএফ বাহিনীর ১০ জন কুকি যুবককে খুনের প্রতিবাদে এই 'কফিন মিছিলে' নেমেছে কুকি ছাত্র সংগঠনগুলি। গত ৭ নভেম্বর মণিপুরে ফের অশান্তির সূত্রপাত হয়, সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় রয়েছে ১০ কুকি। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জিরিবাম।
কুকিদের 'কফিন মিছিল' দেখুন-
#WATCH | Manipur | Members of Kuki organisations in Churachandpur hold rally carrying mock 'coffins' in remembrance of the deceased members of their community who died during unrest in the state pic.twitter.com/jt8bHh85aP
— ANI (@ANI) November 19, 2024
এদিকে মণিপুরে ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র বিধায়কদের একটি বৈঠক জিরিবাম জেলায় তিন মহিলা এবং তিন শিশুকে হত্যার জন্য অভিযুক্ত কুকি জঙ্গিদের বিরুদ্ধে ‘গণ অভিযান’ চালানোর আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৬ জন নারী ও শিশুকে হত্যার জন্য দায়ী কুকি জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করতে হবে। কুকি জঙ্গিদের সংগঠনটিকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করারও অনুরোধ করা হয়েছে। এও বলা হয়েছে, সিদ্ধান্তগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত না হলে, সমস্ত এনডিএ বিধায়ক মণিপুরের জনগণের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন। আরও বলা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকার মণিপুরে শান্তি ও স্বাভাবিকতা নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।