রাম পিরতুর (ছবিঃX)

নয়াদিল্লিঃ মেঘালয়ে (Meghalaya) চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) একটি ভিডিয়ো(Video) যেখানে দেখা যাচ্ছে, এক কৃষক ১০ কেজির বেশি লঙ্কা চিবিয়ে খাচ্ছেন এক কৃষক এত ঝাল খেয়েও তাঁর চোখে এক ফোঁটা জল নেই জানা গিয়েছে, ওই কৃষকের নাম রাম পিরতুর ওই পোস্টে দাবি করা হয়েছে, রাম নামে ওই ব্যক্তি নামে লঙ্কাগুঁড়ো দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করেন যদিও এর কোনও তথ্যপ্রমাণ মেলেনি এটা নিছকই গুজব কিনা তা স্পষ্ট নয় ভাইরাল হওয়ার পর পঞ্চাশোর্ধ্ব রামকে বলে শোনা যায়, "লঙ্কা আমার জীবনের একটা অন্যতম অংশ ছোটবেলা থেকেই খাচ্ছি এটা বাদে আর কোনও ঝালই ভাল লাগে না" শুধ তাই নয়, তিনি আরও বলেন, "আমার কোনও ওষুধ লাগে না লঙ্কাই আমার একমাত্র ওষুধ" উল্লেখ্য,এই ভিডিয়োটি প্রথম ভাইরাল হয় ২০২১ সালে স্থানীয় এক যুবক সোশ্যাল মিডিয়ায় রামের লঙ্কা খাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই এই ঘটনা সত্যি কিনা যাচাই করার জন্য রামকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে অনেকেই তাঁকে লঙ্কা খেতে অনুরোধ করেন

 ত্বকচর্চা কিংবা শরীরচর্চার একটাই ওষুধ লঙ্কা, দিনে ১০ কেজি লঙ্কা চিবিয়ে খেয়ে ভাইরাল মেঘালয়ের যুবক