PUBG (Photo Credits: File Image)

মেরঠ, ১৯ অক্টোবর: চিনা গেমিং অ্যাপ PUBG খেলতে বাবা নিষেধ করেছিলেন। এই অপরাধে বাবার গলা কেটে দিল যুবক। আশঙ্কাজনক অবস্থায় ও ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর প্রদেশের মেরঠের। এই চিনা গেমিং অ্যাপ PUBG ভারতে বেশকিছু আগে নিষিদ্ধ হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আমীর। বাবার গলায় ছুরি চালানোর পর নিজেকেও ছুরিতে ক্ষতবিক্ষত করে সে। বাবা ও ছেলে দুজনেই মেরঠ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বৃহস্পতিবার মেরঠের জামনগরে খারখোদা শহরে ঘটনাটি ঘটে। রক্তারক্তির পরে পরেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়নি। বাবা ইরফান ছেলে আমীরকে বলেছিলেন দীর্ঘ সময় ধরে এই গেম খেলে সময় কাটানোর দরকার নেই। এর পরেই সে বাবার গলায় ছুরি চালায়। আরও পড়ুন-Coronavirus Cases In India: দৈনিক সংক্রমণ কমিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭৫ লাখ

জানা গিয়েছে, বাবার তিরস্কারে বিরক্ত হয়েই তার গলায় এলোপাথাড়ি ছুরি চালায় আমীর। পরে নিজের গলাতেও ছুরি চালিয়ে দেয় ওই যুবক। এই প্রসঙ্গে থানার সার্কেল অফিসার দেবেশ সিং বলেছেন, বাবা গেম খেলতে নিষেধ করাতেই এমন বিপত্তি ঘটেছে। তবে ওই যুবক নিজেকেও ছুরির ঘায়ে ক্ষতবিক্ষত করেছে। তার অবস্থাও আশঙ্কাজনক। পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক মাদকাসক্ত তার চিকিৎসা চলছে।