ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায়। এবার নারকেলডাঙায় (Narkeldanga) একটি বহুতলে ঘটনাটি ঘটে। ওই ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে একটি কাগজের কারখানা ছিল। সেখানেই আগুনের সূত্রপাত। এরপর দ্রুত বহুতলের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটের বিভিন্ন ফ্লোরেই বাসিন্দারা থাকেন। সেই কারণে তাঁরাও আতঙ্কে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। ক্ষণিকের মধ্যে গ্রাউন্ড ফ্লোরের একাংশে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আসে ৯টি ইঞ্জিন। তাঁরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

কাগজের বাক্সের কারখানায় আগুন

জানা যাচ্ছে, এদিন সকাল ৮টা নাগাদ বহুতলের নীচে একটি কাগজের বাক্স বানানোর কারখানা থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। যদিও তাঁরা আসার আগেই স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপরে ঘটনাস্থলে দমকলের গাড়ি আসে। কিন্তু এলাকা ঘিঞ্জি হওয়ায় তাঁদের কাজ শুরু করতে সময় লাগে। তবে কয়েকঘন্টার মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ঘটনার পর গা ঢাকা দিয়েছেন কারখানার মালিক

যদিও আগুন কীভাবে লাগল তা এখনও জানা যায়নি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুন নেভাতে গিয়ে দুজন দমকল কর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সূত্রের খবর, কারখানার মালিক স্থানীয় বাসিন্দা নন বলে জানা যাচ্ছে।