কানপুর: স্বামীর মৃত্যুর পর আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলা প্রকল্পের অধীনে উত্তরপ্রদেশে বিধবাদের প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন (Widows Pension) দেওয়া হয়। ২০২৩ সালে আর্থিক বর্ষে পেনশভুক্ত বিধবাদের সংখ্যা যাচাইকরণ করা হয়, তা থেকে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। স্বামী থাকতেও বিধবা ভাতার সুবিধা নিচ্ছেন বহু মহিলা। গণনায় উঠে এসেছে বিধবা ভাতার তালিকায় থকা বহু মহিলা পরবর্তীতে আবার বিয়ে করেছেন, এবং বর্তমান স্বামীর সঙ্গে সংসার করছেন, তা সত্ত্বেও তাঁরা এই ভাতার সুবিধা নিচ্ছেন। গণনার পর সংশ্লিষ্ট কতৃপক্ষের জিজ্ঞাসাবাদে অনেক মহিলা জানিয়েছেন, পেনশন বন্ধ করার জন্য যে আবেদন করতে হয় সে বিষয়ে তাঁরা জানতেন না। আরও পড়ুন : Nitish Kumar Support Hindi language: হিন্দি ভাষার পক্ষে সওয়াল, ভিডিয়োতে শুনুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বক্তব্য
বর্তমানে জেলার ৫৮ হাজার মহিলা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এর মধ্যে পাঁচ হাজার বিধবার কোনও হদিস পাওয়া যায়নি। ওই পাঁচ হাজার বিধবা মহিলা তাঁদের আধার লিঙ্কও করেননি। বিভাগটি আশঙ্কা প্রকাশ করেছে যে, তাঁদের মধ্যে অনেক মহিলা থাকতে পারে যারা প্রতারণামূলকভাবে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন। কানপুরে ২৪ জন মহিলার বিধবা পেনশন তুলে নেওয়া হয়েছে। আপাতত সবার পেনশন বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ নোটিশ জারি করে পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।