Coins inside mans stomach(Credits: Twitter)

যোধপুর, ১ অগাস্ট:  দুদিনের দীর্ঘ অস্ত্রোপচারে বছর ৩৬-এর  ব্যক্তির পাকস্থলী থেকে বের হল ৬৩-টি ১ টাকার কয়েন (63 Coins Removed From 36-Year-Old Man’s Stomach)। ঘটনাটি ঘটেছে যোধপুরের এমডিএম হাসপাতালে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে হতাশার বশে কয়েন গিলে নিয়েছিলেন ওই ব্যক্তি। গত বুধবার নিদারুণ পেটে ব্যথা শুরু হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা দেখেন  অসুস্থ ব্যক্তির পেটে ধাতব কিছু রয়েছে। এরপর এক্সরে করা হলে জানা যায়, ওই ব্যক্তির পাকস্থলীতে ৬৩টি ১ টাকার কয়েন রয়েছে। আরও পড়ুন-Pat Carroll Dies At 95: থেমে গেল ডিজনি ভিলেন উরসুলার কন্ঠ, প্রয়াত হলিউড অভিনেত্রী প্যাট ক্যারোল

চিকিৎসক ডাক্তার ভার্গব জানিয়েছেন, ওই ব্যক্তি হাসপাতালে এসে জানিয়েছিলেন ১০-১৫টি কয়েন তিনি গিলে নিয়েছেন। তারপর থেকে পেটে ব্যথা শুরু হয়েছে। এদিকে এক্সরে তে দেখা গেল পাকস্থলীতে ধাতব পিণ্ডের অবস্থান। অস্ত্রোপচারের পর পেট থেকে ৬৩টি কয়েন বেরিয়েছে। ওই ব্যক্তি এখন ভাল আছেন। তবে হতাশার বশে বিভিন্ন বস্তু খেয়ে ফেলার অভ্যেস দূর করার জন্য রোগীর মানসিক চিকিৎসার প্রস্তাব দিয়েছেন তিনি।