Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দিল্লির (Delhi) রাস্তায় হাড়হিম করা ঘটনা। ২০ বছরের তরুণীকে নৃশংসভাবে খুন প্রেমিকের। প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এই সন্দেহে খুন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিল্লির নন্দ নগরী এলাকায়। সোমবার বিকেলে বাড়ি থেকে কয়েক মিটার দূরে বাজারে জিনিস কিনতে গিয়েছিলেন ওই তরুণী। ভরা বাজারেই তাঁর উপর চড়াও হয় প্রেমিক। তাঁকে নানাভাবে উত্যক্ত করতে থাকে সে। এরপরই ধারালো অস্ত্র বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। এই ঘটনায় ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের, গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম আকাশ। বয়স ২৩। নন্দ এলাকার বাসিন্দা সে। সাফাইকর্মীর কাজ করত সে। জানা গিয়েছে, নিহত তরুণীর প্রতিবেশী ছিল সে। সেই সূত্রেই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সম্প্রতি প্রেমিকার উপর সন্দেহ বাড়ে আকাশের। তার সন্দেহ হয়, প্রেমিকা অন্য কারও প্রেমে মজেছে। এই নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছলে এই চরম পদক্ষেপ করে সে। এখানেই শেষ নয়, খুন করে তরুণীর বাড়ির সামানে গিয়ে চিৎকার করে আকাশ বলতে থাকে, "ওকে মেরে ফেলেছি। শেষ করে দিয়েছি।" ইতিমধ্যেই খুন-সহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। অন্যদিকে মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভরা বাজারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে উল্লাস প্রেমিকের