নয়াদিল্লিঃপুরনো শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আর তার বলি হলেন নিরীহ এক যুবক। জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তাঁর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার হালদিপুর থানা এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দু'পক্ষের বচসাঁর মাঝে পড়ে প্রাণ গেল যুবকের
জানা গিয়েছে, মৃতের নাম সুনীল যাদব (২৬)। বালিয়ার নিরুপপুর গ্রামের বাসিন্দা। এদিন একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন তিনি। পথে রাইপুরা ঢালা নামক স্থানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সুনীল তাঁদের কারও সঙ্গেই যুক্ত ছিলেন না। দুর্ভাগ্যবশত সংঘর্ষের মধ্যে পড়ে যান এবং গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গোষ্ঠী সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিরীহ যুবকের
Man returning from birthday party shot dead in UP's Ballia; 9 booked, 4 policemen suspended
— FACT India (@TweetsByFACT) September 21, 2025