নয়াদিল্লিঃ ফিক্সড ডিপোজ়িটের (Fixed Deposit) টাকা হাতাতে মাকে খুন (Murder) ছেলের। হাড়হিম করা ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশে(Madhya Pradesh)। এবার সেই মামলায় পালিত ছেলেকে ফাঁসির সাজা দিল মধ্যপ্রদেশের আদালত। ২০ বছর আগে দীপক পাচুরিকে দত্তক নেন নিহত উষা দেবী ও তাঁর স্বামী। তাঁরা মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা। সেখানকারই একটি অনাথ আশ্রম থেকে দীপককে কোলে তুলে নেন তাঁরা। এরপর দীপককে লালনপালন করে বড় করে তোলেন।
টাকার জন্য মাকে খুন পালিত ছেলের
২০২১ সালে উষা দেবীর স্বামী মারা যান। অভিযোগ, সেই সময় বাবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজ়িট ভেঙে ১৬ লক্ষ ৮৫ হাজার টাকা তোলে দীপক। সেখান থেকে ১৪ লক্ষ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে সে। সেখানে লোকসানের মুখে পড়লে মায়ের ৩২ লক্ষের শেয়ার বাজারে বিনিয়োগ করে সে। ছেলেকে বাধা দিলে উষা দেবীকে খুনের ছক কষে সে। সেই মতোই মাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় সে। সেরপর শ্বাসরোধ করে তাঁকে খুন করে দীপক। দেহ লোপাট করতে বস্তায় মুড়ে বাড়িতেই রেখে দেওয়া হয়। পরে বাড়ির দেওয়ালে পুঁতে দেওয়া হয় উষা দেবীর দেহ। এরপর নিজেই থানায় নিখোঁজ ডায়েরি করে। তদন্ত শুরু হতে দীপকের কথায় অসংগি লক্ষ্য করেন তদন্তকারীরা। তাতেই সন্দেহ হয় তাঁদের। এরপর দীপককে চেপে ধরতেই সমস্ত ঘটনা স্বীকার করে সে। এই মামলাতেই ২০ বছর পর দীপককে ফাঁসির সাজা শোনাল মধ্যপ্রদেশের আদালত। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, ভারতীয় সংস্কৃতিতে যেখানে মাকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয় সেখানে এই ঘটনার কোনও ক্ষমা নেই।
ফিক্সড ডিপোজ়িটের টাকা হাতানোর লোভে মাকে খুন, পালিত ছেলেকে ফাঁসির সাজা শোনাল আদালত
MP: 32 लाख की FD, प्रॉपर्टी का लालच... गोद लिए बेटे ने उतारा मौत के घाट, अब मिली फांसी की सजा #MPNews #FD #crime https://t.co/TXTvsb0ygx
— AajTak (@aajtak) July 23, 2025