নয়াদিল্লি: মহারাষ্ট্রের পুনে জেলায় (Pune District) এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। স্বামী তাঁর স্ত্রীকে খুন করে স্কুটারে করে মৃতদেহ ফেলে দিতে যাচ্ছিল, সেসময় পুলিশ তাকে ধরে ফেলে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাকেশ নিসার, পারিবারিক বিবাদের জের তার স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। একটি বস্তায় ভর্তি করে মহিলার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল। আরও পড়ুন: Pakistan Minister Feared Of India: মহাশক্তিশালী ব্রক্ষ্মোস আছড়ে পড়লে কী হবে? ভারতের ভয়ে গলা কাঁপছে পাক মন্ত্রীর, দেখুন ভিডিয়ো
এক পুলিশ আধিকারিক বলেন, 'পুলিশ কন্ট্রোল রুম রাত ১.৩০টার দিকে খবর পায় যে একজন ব্যক্তি স্কুটারে করে একটি মৃতদেহ বহন করছে। টহল দল গাড়িটি থামিয়ে বস্তায় ভরা মহিলার মৃতদেহ উদ্ধার করে। উত্তর প্রদেশের শ্রমিক নিসারকে ভারতীয় দণ্ডবিধির ধারায় গ্রেফতার করা হয়েছে।