Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ এবার লিভ ইন (Live In) সঙ্গীর হাতে খুন তরুণী। সঙ্গীকে গলা কেটে খুন (Murder) করল যুবক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) মিরা রোড এলাকায়। মৃতার নাম করিনা আলি। বয়স ১৯। মুম্বইয়ের একটি পানশালায় গান করতেন তিনি। অন্যদিকে অভিযুক্তের নাম সামশুদ্দিন মহম্মদ হাফিজ। মুম্বইয়ের একটি পাঁচটারা হোটেলের রাঁধুনি। জানা গিয়েছে, মুম্বইয়ের মিরা রোডঃ এলাকাতেই একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে সহাবস করত এই যুগল। মৃতার পরিবারের অভিযোগ, সম্প্রতি করিনাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে সামসুদ্দিন।

লিভ ইন পার্টনারের হাতে খুন তরুণী, গ্রেফতার সঙ্গী

করিনা চেয়েছিলেন নিজে প্রতিষ্ঠিত হয়ে তবে বিয়ে করবেন। এই নিয়ে প্রায়শই দু'জনের মধ্যে বচসা বাঁধত। শনিবার, বচসা চরমে পৌঁছলে করিনাকে গলা কেটে খুন করে সঙ্গী সামসুদ্দিন। এরপরই ফ্ল্যাট থেকে পালিয়ে যায় সে। এরপর ওই ফ্ল্যাটে এসে করিনার দেহ পড়ে দেখেন এক পরিচিত। তিনিই খবর দেন পুলিশ। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তল্লাশি চালিয়ে খুঁজে বের করা হয় সঙ্গীকে। এরপরই খুনের দায়ে সামসুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার