নয়াদিল্লিঃ নিজের বাড়িতেই (House) নাকি 'কালা জাদু'র (Witchcraft)আসর বসাতেন বৃদ্ধ। সন্দেহের বশে তাঁকে খুন (Murder) করে বসল দুই যুবক। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) ভুবনেশ্বরে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বলরাম দেওগাম। বয়স ৭২ বছর। বিগত প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন তিনি। এরপর ভুবনেশ্বর লাগোয়া চন্দকা অভয়ারণ্য এলাকা থেকে সম্প্রতি একটি কঙ্কাল উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়। কঙ্কালের গলায় থাকা গয়না দেখে বলরামের দেহ শনাক্ত করেন তাঁর ছেলে। এই ঘটনায় কানাহ হেমব্রম ও রমা সামাদা নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্তরা এমনটাই পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন বলরাম দেওগাম। সেই রাতে নিজের জমি পাহারা দিতে গিয়ে আর ফেরেননি তিনি। তাঁকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরই মাঝে শুক্রবার চন্দকা অভয়ারণ্য এলাকায় টহল দিতে গিয়ে একটি কঙ্কাল উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশ। তদন্তে নেমে মৃতের পরিচয় জানতে পারে পুলিশ। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। পুলিশি জেরায় ধৃতরা জানায়, বলরাম কালা জাদু করতেন বলে সন্দেহ ছিল তাদের। সেই সন্দেহের বশেই তাঁকে খুন করে দেহ জঙ্গলে পুঁতে দেয় তারা।
ঘরে বসে কালা জাদু, সন্দেহের বশে খুন বৃদ্ধ