নয়াদিল্লিঃ পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple)নিয়ম লঙ্ঘনের অভিযোগে আটক যুবক। চপ্পল পরে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করছিলেন তিনি, এমনটাই খবর। বুধবার এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পুরীর জগন্নাথ ধামে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। কী কারণে এমন কাজ করলেন তিনি তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, এদিন মোটরসাইকেলে চেপে জগন্নাথ মন্দিরে আসেন ওই যুবক। রাধাবল্লভ মঠের কাছে মোটরসাইকেলটি রেখে ‘চোরি কপাট’ দিয়ে মন্দিরে প্রবেশের চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁর পায়ে ছিল চপ্পল, তা লক্ষ্য করেন নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী, জুতো বা চপ্পল পরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় না। একটি নির্দিষ্ট জায়গায় জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হয়।
পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্রতা নষ্ট করার চেষ্টার অভিযোগে আটক যুবক
এদিন ওই ব্যক্তির পায়ে জুতো থাকায় তাঁকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেন পুলিশকর্মীরা। এরপরই পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। বচসা চরমে পৌঁছলে তাঁকে আটক করে পুলিশ। সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় সিংহদুয়ার থানায়। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পরীক্ষা করা হতে পারে তাঁর মানসিক স্বাস্থ্য এমনটাই পুলিশ সূত্রে খবর।
পুরীর জগন্নাথ মন্দিরে জুতো পরে প্রবেশের চেষ্টা, আটক যুবক
Youth Detained For Attempting To Enter Puri Jagannath Temple Wearing Slippers https://t.co/RVJAXww60s
— SUSIM C SAHANI (@c_susim) September 10, 2025