ভাইরাল সিসিটিভি ফুটেজ (ছবিX)

কলকাতাঃ মেট্রোয় (Kolkata Metro) উঠে একের পর এক দরজায় (Door)কালো স্প্রে রং ছিটিয়ে কাটাকুটি চিহ্ন দিলেন এক যাত্রী ৷ উপস্থিত অন্যনা যাত্রীদের সামনেই সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখা গেল তাঁকে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে কলকাতা মেট্রোয় ওই ব্যক্তির কার্যকলাপ এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য

মেট্রোর দরজায় স্প্রে পেইন্টার দিয়ে কালো রং করলেন যাত্রী

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেট্রোর কামরায় হেঁটে বেড়াচ্ছেন এক পুরষ যাত্রী এরপর তাঁর ব্যাগ থেকে একটি স্প্রে রং বের করে তা দিয়ে মেট্রোর দরজায় কাটাকুটি চিহ্ন আঁকছেন তিনি কেউ তাঁকে বাধা দিচ্ছেন না মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ভিডিয়োটি প্রকাশ্যে আনা হয়েছে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে এই ঘটনা জুন মাসের ২৭ তারিখের ঘটনাটি মাস খানেক আগের হলেও তা এতদিন প্রকাশ্যে আনা হয়নি যাত্রীর এই আচরণে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষ এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে ৷ তাঁকে খুঁজে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানও হয়েছে মেট্রো রেলের তরফে

কলকাতা মেট্রোর দরজায় কালো স্প্রে রঙ দিয়ে কাটাকুটি, নড়েচরে বসল কর্তৃপক্ষ