নয়াদিল্লিঃ বাস(Bus), ট্রেন (Train) বা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষা চাওয়া ভারতে নতুন ঘটনা নয়। রাস্তায় বের হলে এই ধরনের ঘটনা চোখে পড়েই। কিন্তু ট্রেনে বাসে তাঁদের দেখা মিললেও মেট্রোতে ভিক্ষুকদের প্রবেশ নিষেধ। কিন্তু এবার বেঙ্গালুরুর মেট্রোরেলের কামরায় দেখা গেল এক ভিক্ষুককে। রীতিমতো টিকিট কেটে মেট্রোতে চেপে ভিক্ষা চাইলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই মুহূর্তের ভিডিয়ো।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনটি যখন মন্ত্রী স্কোয়ার সাম্পিগে রোড এবং শ্রীরামপুরা স্টেশনের মাঝে তখন মেট্রোর কামরায় যাত্রীদের সামনে গিয়ে গিয়ে হাত পেতে ভিক্ষা চাইছেন এক যুবক। তাঁর আবেদনে অস্বস্তি বোধ করছেন সহযাত্রীরা। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, "একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি নাম্মা মেট্রোর ট্রেনে ভিক্ষা করছেন। বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, “ওই ব্যক্তি মঙ্গলবার সকাল ১১টায় ম্যাজেস্টিক থেকে টিকিট কেটে ট্রেনে উঠেছিলেন এবং দশরাহাল্লিতে নেমেছিলেন। যাত্রাপথে তিনি অন্যান্য যাত্রীর কাছ থেকে পরে ভিক্ষে চাইতে শুরু করেন। তবে, হোমগার্ডদের টহলের সময় এমন কোনও কার্যকলাপ চোখে পড়েনি।” ভিডিয়োটি ভাইরাল হতেই ওই যুবককে 'স্মার্ট' ভিক্ষুক বলে আখ্যা দিয়েছে নেটিজেনদের একাংশ।
টিকিট কেটে মেট্রোর কামরায় উঠে ভিক্ষা চাওয়া, ভাইরাল 'স্মার্ট' ভিক্ষুক
#Bengaluru | An unidentified person was caught on camera seeking alms from fellow passengers onboard a metro train on Tuesday in between 11.10 am and 11.15 am.
— Deccan Chronicle (@DeccanChronicle) October 15, 2025