ভেলোর, ৫ অগাস্ট: টানা ১০ মাস ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা১৩ বছরের মেয়ে। ধর্ষক বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। নারকীয় ঘটনাটি তামিলনাড়ুর (Tamil Nadu) ভেলোর জেলা এক গ্রামের। নির্যাতিতা কিশোরী অষ্টম শ্রেণির পড়ুয়া। সম্প্রতি পেটে ব্যথা অনুভব করলে আত্মীয়রা তাকে ভেলোরের সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পরেই চিকিৎসক জানিয়ে দেন, ওই কিশোরী অন্তঃসত্ত্বা। আরও পড়ুন-CBI Summons Anubrata Mandal: সোমবার, গরু পাচার কাণ্ডে অনুব্রতকে নিজাম প্যালেসে ডাকল সিবিআই
গত মঙ্গলবার ওই কিশোরী শিশুপুত্রের জন্ম দেয়। হাসপাতাল কর্তৃপশ্র শিশুকল্যাণ সংস্তাকে খবর দিলে সেখান থেকে মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একটি শিল্পাঞ্চলের ঢালাইকর হিসেবে কর্মরত। আট বছর আগে ধৃতের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্চেদ হয়ে যায়। ছেলেমেয়েরা বাবার সঙ্গেই থাকত ধৃতের বিরুদ্ধে পকসো আইনে ভারতীয় দণ্ডবিধির ৫ ও ৩৭৬ ধারায় মামলা রুজু হয়েছে। গত বুধবার অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে, বিচার বিভাগীয় হেফাজত হয়েছে।