কলকাতাঃ উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত (North Bengal Flood) এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন দুই জনপ্রতিনিধি তথা বিজেপি নেতা। জলপাইগুড়ির নাগরাকাটায় হামলার শিকার হন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। দুই দলনেতার উপর আক্রমণের পরই এক্স হ্যান্ডেলে রাজ্য সরকার এবং শাসকদল কে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সোমবার রাতে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "বাংলার বন্যা বিধ্বস্ত এলাকায় দুর্গতদের সাহায্য করতে গিয়ে যেভাবে একজন সাংসদ ও বিধায়ক হামলার মুখে পড়েছেন তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা বাংলার আইনশৃঙ্খলার করুণ পরিস্থিতিকে তুলে ধরে। এখানেই তৃণমূলের অসংবেদনশীলতা ফুটে ওঠে।" এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর আরও সংযোজন, "আমার অনুরোধ,এই কঠিন সময়ে রাজ্যের তৃণমূল সরকার রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়াক। বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে বিজেপির কর্মকর্তারা কোনও খামতি রাখবে না বলেই আমার বিশ্বাস।" প্রধানমন্ত্রীর এই আক্রমণকে খুব সহজে নেয়নি ঘাসফুল শিবির। পাল্টা এক্স হ্যান্ডেলে মোদীকে নিশানা করে লম্বাচওড়া পোস্ট লেখেন মমতা।
সোম রাতেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, "উত্তরবঙ্গ যখন ভাসছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করছেন। ঘটনার উপযুক্ত প্রমাণ বা যাচাইয়ের অপেক্ষা না করেই তৃণমূল কংগ্রেসের দিকে সমস্ত দায় চাপাতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এটা নিজেদের হয়ে ঢাক পেটানোর সময় নয়, এটা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার সময়।" সব শেষে মোদীর মণিপুর সফর নিয়েও খোঁচা দিতে ভোলেননি মমতা। তাঁর কথায়, "যে প্রধানমন্ত্রী মণিপুর অশান্ত হওয়ার ৮৬৪ দিনের মাথায় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তাঁর মুখে বাংলা নিয়ে উদ্বেগ মানায় না। ওঁকে অনুরোধ রাজ্য সরকারের কথা শুনুন। শুধুমাত্র দলের প্রতিনিধিদের কথা শুনে তা বিশ্বাস করে নেবেন না। মনে রাখবেন আপনি ভারতের প্রধানমন্ত্রী, শুধু বিজেপির না। তাই আসুন আমরা দলীয় লাইনের বাইরে ঐক্যবদ্ধ হই। মানুষের পাশে এসে দাঁড়াই।"
উত্তরবঙ্গে বিজেপি নেতাদের উপর হামলায় 'ডিজিটাল দ্বৈরথ', মোদীকে পাল্টা জবাব মমতার
এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে, ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন, কোনো উপযুক্ত অনুসন্ধানের জন্য অপেক্ষা না করেই – তা-ও আবার যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ধসের সঙ্গে যুঝছেন।
যখন সমগ্র স্থানীয় প্রশাসন ও…
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2025