Maldives President Mohamed Muizzu (Photo Credits: ANI)

তৃতীয়বারের জন্যে ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার সংসদ ভবনে এনডিএ (NDA) জোটের অধিবেশন বসেছিল। সেই অধিবেশনেই সর্বসম্মতিক্রমে মোদীকেই সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। এদিন সন্ধ্যেতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে নিজেদের সরকার গঠনের দাবি জানায় এনডিএ জোট। রবিবার প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন মোদী। নমো-সহ তাঁর মন্ত্রী সভার সকল সদস্য এদিন শপথ নেবেন। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার ৯ জুন সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি শপথ নেবেন মোদীর মন্ত্রীসভার সদস্যরাও। তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হওয়ার জন্যে ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পাঠানো শুরু হয়েছে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের। এমনকি আমন্ত্রণ গিয়েছে মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর কাছেও।

আরও পড়ুনঃ তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রীর কুর্সিতে নমো, শপথ নেওয়ার আগে গত ১০ বছরে মোদী সরকারের ১০ খতিয়ান

মালদ্বীপে (Maldives) চিনপন্থী মইজ্জুর সরকার গঠনের পর থেকেই সেদেশের সঙ্গে ভারতের কূটনীতিক সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছে। এমনকি মালদ্বীপ থেকে সমস্ত ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন মইজ্জু। সেই নির্দেশ মত ১০ মে-র মধ্যেই দ্বীপরাষ্ট্র থেকে দেশে ফিরে যায় সমস্ত ভারতীয় সেনা। একাধিক বার বৈঠকেও বসে দুই পক্ষ তবে বিশেষ লাভ কিছু হয়নি তাতে। ভারত-মালদ্বীপ (India-Maldives) কূটনীতিক সম্পর্কের উন্নতি ঘটেনি। এমন পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জু মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে কূটনৈতিক মহলে।

৯ জুন নরেন্দ্র মোদীর (Narendra Modi) তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যে আরও আমন্ত্রণ গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেচেলস প্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের কাছে। তাঁরা প্রত্যেকেই উপস্থিত থাকবেন বলেই আশা করা হচ্ছে।