প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই, ২৩ ফেব্রুয়ারিঃ দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন বাবা। বাবার অসুস্থতায় বিরক্ত হয়ে ছুরি দিয়ে গলা কেটে বাবাকে খুন করলেন ছেলে। এরপর থানায় ফোন করে জানালেন নিজের অপরাধের কথা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) ডম্বিভিলা এলাকায়।

আরও পড়ুনঃ স্বামী-স্ত্রী মিলে মাদক বিক্রি, মুম্বই পুলিশের কাছে গ্রেফতার দম্পতি

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শ্যামসুন্দর শিন্ডে। মুম্বই পৌরসভায় তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। কিন্তু গত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ফলে কাজে যেতে পারছিলেন না। বাড়িতেই থাকতেন। অন্যদিকে দিনের পর দিন ধরে বাবার অসুস্থতায়  বিরক্ত হয়ে ওঠেন ছেলে তেজস শিন্ডে। বাবার সঙ্গে মাঝে মধ্যেই এই নিয়ে অশান্তি বাঁধত তাঁর।

আরও পড়ুনঃ ভিডিয়ো কলে গোপনাঙ্গ দেখানো, অশ্লীল ভিডিয়ো পাঠানোর জেরে গ্রেফতার ডেলিভরি বয়

বাবার সঙ্গে রোজকার ঝগড়া অশান্তির জেরে একদিন রাতে ঘুমন্ত অবস্থায় শ্যামসুন্দরের গলা কেটে তাঁকে হত্যা করলেন তেজস। এরপর নিজেই ফোন করে খবর দিলেন তিলক নগর পুলিশ স্টেশনে। খবর পাওয়া মাত্রই শ্যামসুন্দরের বাড়ি এসে পৌঁছান পুলিশ। গ্রেফতার করা হয়েছে তেজস শিন্ডেকে।