পুণে, ৪ অগাস্ট: কোভিডের (COVID 19) মধ্যে এবার নয়া আতঙ্ক। প্রথম জিকা ভাইরাস ধরা পড়লে মহারাষ্ট্রের পুণেতে (Pune)। মহারাষ্ট্রের (Maharashtra) স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, জিকা ভাইরাসে আক্রান্ত এক মহিলার সন্ধান মিলেছে পুণেতে। তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে। কীভাবে ওই মহিলা জিকা ভাইরাসে আক্রান্ত হলেন, সে বিষয়ে শুরু হয়ে খোঁজ।
প্রসঙ্গত ম্যালেরিয়া, ডেঙ্গির মতো জিকাও (Zika virus) মশা বাহিত একটি ভাইরাস। ফলে নিয়মিত বাড়ি ও নর্দমার জল পরিষ্কার কীভাবে করা যায়, সে বিষয়ে কথা চলছে বলে জানান মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।
আরও পড়ুন: Dev: 'দিদি' প্রধানমন্ত্রী হলেই কাটবে জল যন্ত্রণা, ঘাটালে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ দেবের
এসবের পাশাপাশি তিনি আরও জানান, গোটা দেশে যখন কোভিডের প্রকোপ কমতে শুরু করেছে, সেই সময় মহারাষ্ট্রের কোলাপুর, পুণে, সাতারা, শাহনিতে কোভিডের পজিটিভিটি রেট কমানো যাচ্ছে না। ফলে ওই সব জেলাগুলিতে কোভিড পরীক্ষায় যেমন জোর দেওয়া হয়েছে তেমনি, চিকিৎসার উপরও নজর দেওয়া হচ্ছে । তবে বর্তমানে বন্যার জেরে নিয়মিত কোভিড পরীক্ষা নীরিক্ষার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে জানান মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী।