Madhya Pradesh School Van Fire Video (Photo Credits: Twitter)

ইন্দোর, ৩০ জুনঃ ছাত্র-ছাত্রী বোঝাই স্কুল ভ্যানে আগুন। শুক্রবার সকালে পড়ুয়াদের নিয়ে স্কুলের পথে রওনা দিয়েছিল ওই গাড়ি। মাঝপথে আগুন জ্বলে ওঠে স্কুলের গাড়টিতে। জ্বলন্ত গাড়ির ভিতরেই আটকে পড়ে চালক সহ ৬ জন পড়ুয়া। ইন্দোরের বর্ডার সিকিউরিটি ফোর্সের সেন্ট্রাল স্কুল অফ উইপনস অ্যান্ড ট্যাকটিকসের বাইরে বেসরকারি স্কুলের ওই গাড়িটিতে আগুন লেগে যায়। আগুন লাগার  সঙ্গে সঙ্গে ওই চত্বরে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের জাওয়ানরা ছুটে আসেন ঘটনাস্থলে।

বিএসএফ জওয়ানদের সহায়তায় চালক এবং স্কুল ছাত্র-ছাত্রীদের জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান, পুলিশ ডেপুটি কমিশনার আদিত্য মিশ্র।

আরও পড়ুনঃ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল যুবক, মর্মান্তিক দৃশ্য ধরা পড়ল CCTV ক্যামেরায়

স্কুল ভ্যানে আগুন... 

আগুন লাগার কারণ প্রসঙ্গে তিনি বলেন, স্কুল গাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুনটি লেগেছে। বিএফএফ জওয়ানদের তৎপরতায় প্রাণে বেঁচেছেন ওই ছয় পড়ুয়া এবং চালক। এরপর খবর দেওয়া হয় দমকল অফিসে।