মরিনা, ১৭ জুনঃ ফের পথ দুর্ঘটনা। বলি ৩ যাত্রী। যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার মৃত্যু হল ৩ বাস যাত্রীর। জখম হয়েছেন আরও ৭ যাত্রী। মধ্যপ্রদেশের মরিনা জেলার দেবী পুরী বাবা এলাকায় ঘটে দুর্ঘটনাটি (Madhya Pradesh Road Accident)। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, গোয়ালিয়র থেকে দিল্লির (Delhi) রাস্তায় যাত্রী বোঝাই ওই বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ৭। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস এবং ট্রাকের ধাক্কা...
#WATCH | Morena, MP: Three dead & over 10 injured after collision between a dumper & a passenger bus in Dev Puri Baba area
A dumper & a passenger bus collided en route from Gwalior to Delhi. 3 people died and 7 were injured. The injured have been admitted to the hospital:… pic.twitter.com/YpYLQxxzEC
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 17, 2023
ঘটনার বিশদ তদন্ত চালাচ্ছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল সেই বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানান ওই পুলিশ সুপার।