শিবরাজ সিং চৌহান। (Photo Credits: PTI)

ভোপাল, ২৪ জুলাই: করোনা (Covid-19) আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইটে জানান শিররাজ। বলেন, কয়েকদিন ধরেই তাঁর হালকা উপসর্গ রয়েছে।

চৌহান তাঁর সমস্ত সহযোগীদের করোন পরীক্ষা করার জন্য এবং আইসোলেশনে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। টুইটবার্তায় তিনি বলেন, "আমার প্রিয় রাজ্যবাসী, আমার করোনার উপসর্গ দেখা গিয়েছিল। পরীক্ষার পর নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করার আর্জি জানাচ্ছি। আমার নিকটাত্মীয়রা কোয়ারান্টিনে চলে গেছেন।" আরও পড়ুন: Delhi: ঝগড়া বিবাদের জেরে সিনিয়র অফিসারকে গুলি করে খুন সিআরপিএফের সাব-ইন্সপেক্টরের, নিজেও আত্মঘাতী

কয়েকদিন আগেই শিবরাজের মন্ত্রিসভার সদস্য অরবিন্দ ভাদোরিয়া (Arvind Bhadoriya) করোনা ভাইরাসে আক্রান্ত হন। শুক্রবার রাতেই মধ্যপ্রদেশের ওই মন্ত্রীর কোভিড টেস্ট (COVID 19) রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ওই মন্ত্রীর উপসর্গ দেখা যায়। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজেও উপস্থিত ছিলেন।