লুধিয়ানা, ৬ মেঃ দিনে দুপুরে কারখানার গ্যাস লিক করে লুধিয়ানায় (Ludhiana Gas Leak) মৃত্যু হয়েছিল ১১ জনের। গ্যাস লিক দুর্ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করল জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল)। মৃত ১১ জনের পরিবার পিছু ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবাদ দেওয়ার জন্যে লুধিয়ানা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত (National Green Tribunal)।
লুধিয়ানার কারখানায় গ্যাস লিকের ঘটনা তদন্তের জন্যে ৮ সদস্য নিয়ে গঠিত হয়েছিল একটি কমিটি। পাঞ্জাব স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড দ্বারা গঠিত এই কমিটির চেয়ারপারসন আদর্শ কুমার গোয়েল জানিয়েছেন, সেদিন কারখানায় হাইড্রোজেন সালফেট গ্যাস লিক করে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল।
লুধিয়ানার কারখানায় গ্যাস লিকে মৃত্যু ১১ জনের...
11 dead (5 females,6 males) in a gas leak from a grocery store / factory in a residential locality of Ludhiana. As per the @DGPPunjabPolice the entire area has been sealed and locals have been asked to move to safer places. @NDRFHQ 13 Bn hv take all charge and ops started. pic.twitter.com/BZYx9nTq5i
— Manish Prasad (@manishindiatv) April 30, 2023
গত, ৩০ এপ্রিল রবিবার পাঞ্জাবের লুধিয়ানা জেলার শেরপুর চকের কাছে সুয়া রোগে ওই কারখানায় গ্যাস লিকের ঘটনাটি ঘটে। যার জেরে ১১ জনের মৃত্যু হয়েছিল (Gas Leak in Ludhiana Factory)। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছিলেন বহু। জানা যায়, যে কারখানায় গ্যাস লিক হয়েছিল সেটি দুগ্ধজাত পণ্য উৎপাদনের কারখানা।