নয়াদিল্লিঃ উচ্চবর্ণ পরিবারের ঘরে ঢুকে পড়াই ছিল একমাত্র 'শাস্তি।' এই কারণে দলিত নাবালককে ঘরে আটকে রাখার জের। বাড়ি ফিরে চরম পদক্ষেপ নাবালকের। বিষ পান করে আত্মঘাতী ১২ বছরের নাবালক। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়।
বুধবার এই ঘটনাটি জানাজানি হলেও এটি গত সপ্তাহের ঘটনা বলে পুলিশ সূত্রে খবর। অবশেষে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মৃত নাবালকের বাবা। তাঁর অভিযোগ, এক উচ্চবর্ণের দম্পতির বাড়িতে ঢুকে পড়েছিল ছেলে। তার জন্য তাকে আটকে রাখা হয়। শুধু তাই নয়, নাবালককে মারধরের অভিযোগও রয়েছে। মৃতের বাবার দাবি, এই হেনস্থা সহ্য করতে পারেনি ছেলে। মানসিক চাপ সহ্য না করতে পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় সে। এই ঘটনায় ওই দম্পতির তীব্র শাস্তির দাবি জানিয়েছেন ১২ বছরের কিশোরের বাবা।
Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
ঘরে ঢুকে পড়ায় দলিত কিশোরের উপর অত্যাচার, অপমানে আত্মঘাতী ১২ বছরের নাবালক
⭕A 12-year-old Dalit boy in Shimla’s Rohru subdivision has died by suicide after being locked in a cowshed and humiliated by his upper caste neighbour.#Hindutva
➡️The neighbour allegedly accused him of “defiling” her house, locked him in the cowshed, and demanded his family… pic.twitter.com/heyUzfK8Aj
— TAM (@Awakeningmedia1) October 1, 2025