মুম্বই: দিনেদুপুরে আচমকা একটি বাড়ির পাঁচিল টপকে বেরিয়ে এল একটি চিতাবাঘ (Leopard)। তারপর সোজা ঝাঁপিয়ে (jumped) পড়ল বাড়ির সামনে দিয়ে যাওয়া একটি মারুতি ভ্যান (passenger vehicle) গাড়ির চালকের আসনের দিকে থাকা দরজার উপর। গাড়ির চালক ঘটনাটির ঘনঘটায় প্রথমে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়লেও পরে গাড়িটি থামিয়ে দেয়। আর গাড়ি থামতেই জানালার কাঁচ বন্ধ থাকার কারণে কোনও সুবিধা করতে না পেরে পালিয়ে গেল হিংস্র ওই পশুটি। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে অসমের জোরহাটে।
স্থানীয় সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ২৬ তারিখ সকালে অন্যদিনের মতোই সকালটা শুরু হয়েছিল অসমের (Assam) জোরহাট জেলার (Jorhat district) সোতাইয়ের (Sotai) রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (Rain Forest Research Institute) নিকটবর্তী এলাকার একটি পরিবারের। স্বামী-স্ত্রী আরও দুটি সন্তানের ওই পরিবারে আচমকা সোমবার সকালে আচমকা হানা দেয় একটি চিতাবাঘ। তাঁরা আতঙ্কে চেঁচামেচি আরম্ভ করতেই কিছুটা ভয় পেয়ে চিতাবাঘটি সোজা ওই পরিবারের বাড়ির পাঁচিল একলাফে টপকে বেরিয়ে আসে সামনে থাকা রাস্তার উপর। তারপর ঝাঁপিয়ে পড়ে রাস্তা দিয়ে যাওয়া একটি মারুতি ভ্যানের চালকের আসনের পাশে থাকা জানালার উপর। কাঁচ বন্ধ থাকায় আর চালক গাড়ি থামিয়ে দেওয়ায় অবশ্য কোন ক্ষতি হয়নি। পালিয়ে যায় চিতাবাঘটি।
পরে খবর পেয়ে (receiving information) বন দপ্তরের লোকেরা ( forest officials) ঘটনাস্থলে (spot) এসে রাইফেল (rifles) ও আতসবাজি (firecrackers) ফাটিয়ে চিতাবাঘটিকে জনবসতিপূর্ণ এলাকা (residential area) থেকে তাড়িয়ে দেয়। তবে এই ঘটনায় বনদপ্তরের দুই আধিকারিক (forest officials) জখম হয়েছেন (injured)। তাঁদের চিকিৎসার জন্য জোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Jorhat Medical College and Hospital) ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: ICEA: ২০২৩-এর মধ্যেই ভারতে 5G সুবিধা থাকবে ৭৫-৮০ শতাংশ নতুন স্মার্টফোনে
এদিকে ভয়াবহ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই আতঙ্কে শিউরে উঠছেন নেটিজেনরা। অনেকে আবার গাড়ি চালকের বুদ্ধি ও সাহসের তারিফ করেছেন।
When a leopard jumped on a moving car! Scary!!!
— Prashant Kumar (@scribe_prashant) December 26, 2022