আলিগড়, ২ ডিসেম্বর: কলেজে ঢুকে ছাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ল চিতা। এমন হাড় হিম করা ঘটনা ঘটেছে বুধবার উত্তরপ্রদেশের আলিগড় জেলার ছাড়রা এলাকার এক কলেজে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ছাত্র। এই প্রসঙ্গে জেলার স্কুল পরিদর্শক ধর্মেন্দ্র শর্মা বলেছেন, " ইন্টার কলেজ প্রিন্সিপাল চৌধুরি নিহাল সিং আমাকে জানিয়েছেন বেলা দশটা নাগাদ কলেজ চত্বরে ঢুকে পড়ে একটি চিতা। কলেজের তরফে জেলার বনবিভাগের কর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।" আরও পড়ুন- Coronavirus Cases In India: ওমিক্রনের থাবায় কাঁপছে দেশ, নতুন করোনা আক্রান্ত ৯, ৭৬৫ জন
ক্লাসে ঘুরছে চিতা
#watch: A student of class X was attacked by a #leopard while he was entering his class at Chaudhary Nihal Singh inter college in #Aligarh’s Chharra area around 8:30 am today. The student has been sent to a hospital for treatment. Rescue operation in on. pic.twitter.com/za1Iee7fSJ
— Anuja Jaiswal (@AnujaJaiswalTOI) December 1, 2021
ফাঁকা ক্লাস ঘরে ঘুরছে চিতা। এক ছাত্রের উপরে ঝাঁপিয়েও পড়ে সে। আচমকা আক্রমণে দিশেহারা ছা্ত্রটি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ওই ছাত্রের অবস্থা স্থিতিশীল।