বিজনুর, ১৯ ডিসেম্বরঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের বাঘের আতঙ্ক। বিজনুর জেলায় চিতাবাঘের হামলায় মৃত্যু হল নয় বছরের এক কিশোরীর। গতকাল সোমকাল বাধিয়াওয়ালা গ্রামের নাহতৌর এলাকায় নয় বছরের নয়নার উপর চিতাবাঘ হামলা (Leopard Attack) করে। গুরুতর জখম অবস্থায় গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু লাভ হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। চিতার হামলায় (Leopard Attack in Uttar Pradesh) কিশোরীর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, শিহরণ জাগানো ভিডিয়ো
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, এদিন নয়না নদীর ধার দিয়ে খামারের দিকে যাচ্ছিল। যেখানে তাঁর বাবা কাজ করছিলেন। নদীর ধার দিয়ে একা যেতে দেখে তাঁর উপর হামলা করে চিতাবাঘ (Leopard)। তাঁর তারস্বরে চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। মানুষজনকে দূর থেকে দেখে সতর্ক হয়ে পাশের জঙ্গলে পালিয়ে যায় বাঘটি।
রক্তাক্ত অবস্থায় নয়নাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসী। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে নয় বছরের কিশোরীর। স্থানীয় সূত্রে খবর, মৃত কিশোরীর বাবা মহেন্দ্র তাঁর পরিবার নিয়ে ঝাড়খণ্ড (Jharkhand) থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনুরে জেলায় এসেছিলেন মজুরের কাজে। বাধিয়াওয়ালা গ্রামের একটি আখের খামারে কাজ করেন তিনি।