নয়াদিল্লিঃ হিমাচল প্রদেশের পর বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। এরই মাঝে বৈষ্ণোদেবী যাত্রায় বিপত্তি। বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে ভূমিধসের কবলে পড়ে মৃত্যু ৩০ জন পুণ্যার্থীর। মঙ্গলবার আচমকাই জম্মু কাশ্মীরের কাটরায় ভারী বৃষ্টির জেরে ভূমিধস নামে। এর জেরেই এই মৃত্যু হয় তীর্থযাত্রীদের। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ থেকে ৩০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
টানা বৃষ্টিতে কয়েকদিন ধরেই বিপর্যস্ত গোটা জম্মু কাশ্মীর। সেই সঙ্গে ভূমিধস। প্রকৃতির রোষানলে কার্যত লণ্ডভণ্ড ভূস্বর্গ। বৈষ্ণোদেবীর এই ঘটনার পর আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই ঘটনাকে 'অত্যন্ত মর্মান্তিক' বলে উল্লেখ শাহের। অন্যদিকে গোটা ঘটনায় নজর রেখেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও উপরাজ্যপাল মনোজ সিনহা। তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।
বৈষ্ণোদেবী যাত্রায় ভূমিধস, মৃত অন্তত ৩০
Landslide near J-K's Vaishno Devi shrine: Death toll reaches 30
Read @ANI Story | https://t.co/A9ZlGb3HZ8#Landslide #VaishnoDevi #deathtoll pic.twitter.com/6SfidjW7Ia
— ANI Digital (@ani_digital) August 27, 2025