যাদব পরিবার (ছবিঃX)

নয়াদিল্লিঃ মঙ্গল সকালে যাদব পরিবারে খুশির খবর। ঘর আলো করে এসেছে নতুন সদস্য। বাবা হয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। সেই সঙ্গেই দাদু হয়েছেন আরজেডি প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটুফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। খুশির খবর পেয়েই তিড়িঘড়ি নাতির মুখ দেখতে সস্ত্রীক কলকাতায় আসেন লালু। এবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেও নাতির নাম দিলেন তিনি। এক্স হ্যান্ডেলে নিজের মুখেই জানালেন নাতির নাম। বুধবার এক্স হ্যান্ডেলে লালু লেখেন, "রাবড়ি দেবী ও আমি আমাদের নাতনি কাত্যায়নীর ছোট ভাইয়ের নাম ঠিক করেছি ইরাজ। আর ওর বাবা-মা মানে তেজস্বী এবং রাজশ্রী ওর নাম রেখেছে ইরাজ লালু যাদব। আমার নাতনি কাত্যায়নী নবরাত্রির ষষ্ঠদিনে জন্মগ্রহণ করেছিল। আর নাতি জন্মগ্রহণ করেছে বজরঙ্গবলির মঙ্গল তিথিতে। তাই ওর নাম রাখা হয়েছে ইরাজ। "

কী নাম রাখা হল আরজেডি নেতা তেজস্বী যাদবের ছেলের?

সবশেষে বর্ষীয়ান নেতা লেখেন, "আপনারা অনেকেই শুভকামনা জানিয়েছেন। আশীর্বাদ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। মা ও নবজাতক সম্পূর্ণ সুস্থ আছে।" উল্লেখ্য,ইরাজ নামটি হনুমানজির নামের সঙ্গে সম্পর্কিত বলে জানা গিয়েছে। অন্যদিকে, মঙ্গলবারই কলকাতার হাসপাতালে লালুপ্রসাদের নাতিকে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সদ্যজাতকে দেখে হাসপাতালের বাইরে বেড়িয়ে মমতা বলেন, "বাচ্চা দেখতে খুব সুন্দর। মায়ের মতোই হয়েছে। লালুজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। যাদব পরিবারের থেকেই প্রথম খুশির খবরটা পাই। মা ও সন্তান সম্পূর্ণ সুস্থ আছে।"

জন্ম হয়েছে কলকাতায়, ঘটা করে নাতির কী নাম রাখলেন লালুপ্রসাদ?