লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিকে দীর্ঘসময় ধরেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। গত সোমবার সিংঘু সীমান্তের কাছে তাঁকে এবং ১৫০ জন লাদাখবাসীকে আটক করেছিল পুলিশ। অবশেষে ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই তাঁদের ছাড়ল দিল্লি পুলিশ। জানা যাচ্ছে বুধবার বাওয়ানা পুলিশ স্টেশন থেকে সোনমকে ছাড়া হয়েছে। সোমবার সিংঘু সীমান্তে তাঁদের আটক করার পর লেহ-তে প্রতিবাদ শুরু করে সোনমের সমর্থকেরা। পরবর্তীকালে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেয় লাদাখবাসীও। এই প্রতিবাদের কারণে ফিয়াং শহর থেকে ৬ কিলোমিটার দূরে ১ নম্বর জাতীয় সড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়। অবরোধে জেরে পর্যটকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এবং একাধিক মালবাহী গাড়িও আটকে পড়ে।
পুলিশ এসে প্রতিবাদীদের সঙ্গে কথা বলেও অবরোধ তুলতে পারে না। সেই অবরোধ ওঠে দীর্ঘ সময় পর। এবং হুশিয়ারি দেওয়া হয় যতক্ষণ না সোনমকে ছাড়া হবে এই প্রতিবাদ আরও বৃহত্তর পর্যায়ে পৌঁছাবে। সোনমকে গ্রেফতারি নিয়ে কড়া সমালোচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। প্রসঙ্গত, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফশিলী আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছিলেন সোনম। এমনকী চলতি বছরের মার্চ মাসে ২১ দিনের অনশনেও বসেছিলেন সোনম ওয়াংচুক।