নয়াদিল্লি: বিখ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুনাল কামরা (Stand-up Comedian Kunal Kamra) সম্প্রতি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Maharashtra Deputy Chief Minister Eknath Shinde) 'বিশ্বাসঘাতক' বলে কটাক্ষ অভিযোগে মুম্বই পুলিশের দায়ের করা এফআইআর বাতিলের জন্য বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। মুম্বই পুলিশ এখনও পর্যন্ত তিনবার জিজ্ঞাসাবাদের জন্য কুণালকে সমন পাঠিয়েছে। কুণাল কামরা মন্তব্যে ক্ষুব্ধ হয়ে শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেল কৌতুকাভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পর মুম্বই পুলিশ কুণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩(১)(খ) এবং ৩৫৬(২) ধারায় এফআইআর দায়ের করে।
কুণাল তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা, গত মাসে তিনি এই মামলায় মাদ্রাজ হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন ট্রানজিট আগাম জামিন পেয়েছেন। এবার তিনি বোম্বে হাইকোর্টকে এই এফআইআর সম্পূর্ণরূপে বাতিল করার জন্য অনুরোধ করছেন। আরও পড়ুন: Suvendu Adhikari: হিন্দুরা আর ঘরে নেই, সকলে রাস্তায় বেরিয়েছে, রামনবমী নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর
আবেদনে দাবি করা হয়েছে যে তাঁর বিরুদ্ধে অভিযোগগুলি তাঁর বাক ও মত প্রকাশের স্বাধীনতা, যেকোনো পেশা ও ব্যবসা চর্চার অধিকার এবং ভারতের সংবিধানের অধীনে নিশ্চিত জীবন ও স্বাধীনতার অধিকারের মৌলিক অধিকার লঙ্ঘন করে।
বম্বে হাইকোর্টের দ্বারস্থ কুনাল কামরা
STORY | 'Traitor' jibe case: Kunal Kamra moves Bombay HC against FIR
READ: https://t.co/MXmIHEq7IU pic.twitter.com/KjAcW42NA8
— Press Trust of India (@PTI_News) April 7, 2025