রামনবমীর (Ram Navami) মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে হিন্দুভোট কোনদিকে যাবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে। দিনভর রাজ্যজুড়ে পালন হয়েছে রামনবমী।কোথাও কোনও অশান্তি ছাড়াই শান্তিপূর্ণভাবেই পালন হয়েছে রামলালার জন্মদিন। রাস্তাঘাটে পর্যাপ্ত ছিল পুলিশি নিরাপত্তা। সেই কারণেই সেভাবে কোথাও কোনও অশান্তি হয়নি। তবে এই রামনবমী নিয়ে কিন্তু এখনও বাকযুদ্ধ অব্যাহত তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে। এদিন স্বতঃস্ফূর্তভাবে হিন্দুদের রামনবমীর মিছিলে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
পূর্ব মেদিনীপুরের রামনবমীর মিছিলে যোগ দিয়ে বিজেপি বিধায়ক বলেন, "মুখ্যমন্ত্রীর রামনবমীর শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। কিন্তু সেখানে রামজির কোনও ছবি নেই। এদিকে ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের মুখটা ভালোভাবেই বসিয়ে দিয়েছেন। আসলে উনি হিন্দু ধর্ম অপমান ও রামজিকে অস্বীকার করতে চাইছেন। উনি ভাবেন রামজি উত্তরপ্রদেশের ভগবান। উনি গোটা দেশের ভগবান। বাংলায় সবাই হরে কৃষ্ণ হরে রাম বলেন"।
শুভেন্দু আরও বলেন, "আজ আমরা শক্তি দেখিয়ে দিয়েছি। রাজ্যের প্রায় ২ কোটি হিন্দু আজ রাস্তায় বেরিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত মিছিল, অনুষ্ঠান হবে। হিন্দুরা আর ঘরে নেই। সকলে রাস্তায় বেরিয়েছেন। গাড়ি নিয়ে মিছিলে লোক ভড়ানো হচ্ছে না। এটাই প্রমাণ"।