উত্তরাখণ্ড, ১৮ ফেব্রুয়ারি: চলতি বছরে ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল কুম্ভমেলা (Kumbh Mela 2021) অনুষ্ঠিত হবে। মহামারী করোনাকালে মাত্র ৩০ দিনের জন্যই কুম্ভমেলা হচ্ছে। এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ বলেন, মার্চের শেষেই এনিয়ে নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। এমনিতে কুম্ভমেলা চলে চারমাস ধরে। তবে এবার পরিস্থিতি বিচার করে প্রথমে ২ মাস ধরে কুম্ভমেলা চলুক, এমনটাই ঠিক হয়েছিল। পরে এটা আরও ৪৮ দিনের জন্য কমে যায়। তিনজন মানুষের শাহি স্নানের দিন নির্দিষ্ট হয়েছে এপ্রিলে। অন্যদিকে ১১ মার্চ হবে মহাশিবরাত্রির শাহি স্নান। যদিও উত্তরাখণ্ডে করোনার প্রকোপ অনেকটা কমেছে। তবে কুম্ভমেলায় জনপ্লাবন চলে। তাই এনিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন। আরও পড়ুন-Jakir Hossain Attacked: বোমা হামলায় গুরুতর আহত শ্রমমন্ত্রী জাকির হোসেন, ভর্তি এসএসকেএম এ
বিশ্বের মধ্যে বৃহত্তম ধর্মীয় সম্মেলনের মধ্যে অন্যতম হল এই কুম্ভমেলা। পবিত্র স্থান হিসেবে খ্যাত চার জায়গা হরিদ্বার, এলাহাবাদ, উজ্জয়ন ও নাসিকে রোটেশনের মাধ্যমে প্রতি ১২ বছর অন্তর এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। ২০২১-এর মহাকুম্ভ মেলা হবে হরিদ্বারে।