নয়াদিল্লি: রাজস্থানের কোটায় আবারও ছাত্র মৃত্যু। উত্তরপ্রদেশ থেকে আসা এই শিক্ষার্থী ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility cum Entrance Test)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ জানিয়েছে, ওই ছাত্র উত্তরপ্রদেশের মৌ এলাকার বাসিন্দা। রাজস্থানের কোটায় (Kota) আত্মহত্যার ঘটনা ক্রমশ্য বাড়ছে। গত দুই সপ্তাহে দুই জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর। এই বছর কোটা শহরে মোট ২৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।