South Calcutta Law College (Photo Credits: X)

কলকাতাঃ কসবাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক তথ্য। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল ৩ অভিযুক্ত-সহ কর্মরত ১ নিরাপত্তারক্ষী। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নির্যাতিতার ছবি। আর এরপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ। মঙ্গলবার, কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে নির্যাতিতার ছবি প্রচার করতে নিষেধ করা হয়।

কসবাকাণ্ড নিয়ে এবার জনসাধারণকে সতর্ক করল কলকাতা পুলিশ

এদিন কলকাতা পুলিশের তরফে বলা হয়, "এটি লক্ষ্য করা গিয়েছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি শেয়ার করছেন। এটি গুরুতর আইন লঙ্ঘন। এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত মানুষদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণকে এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে। নির্যাতিতার গোপনীয়তাকে সম্মান করা আপনাদের নৈতিক দায়িত্ব। তা পালন করুন।"

উল্লেখ্য, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল'কলেজের ভিতর গণধর্ষণের শিকার হন প্রথম বর্ষের এক পড়ুয়া। কলেজের ইউনিয়ন রুমের মধ্যে তাঁকে ধর্ষণ করে ওই কলেজের এক প্রাক্তনী মনোজিৎ মিশ্র। তাকে সাহায্য করে কলেজের আরও দুই পড়ুয়া প্রমীত মুখোপাধ্যায় ও জেইব আহমেদ। ইতিমধ্যেই এই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি ছড়ানোর চেষ্টা, কসবাকাণ্ড নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ