শারদ পূর্ণিমায় মা লক্ষ্মীকে ঘরে এনে ধনদেবীর আরাধনায় মেতে ওঠার অপেক্ষায় গোটা বাংলা। ১৪৩২ সনের কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে দিকে দিকে সাজো সাজো রব। বাঙালি গৃহস্থে দেবীর আরাধনার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী কাল ৬ অক্টোবর, সোমবার দুপুরে লাগছে পূর্ণিমা তিথি। সেই তিথি মেনে, ৬ অক্টোবর, সোমবারই কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হচ্ছে। এই শুভ তিথিতে প্রিয়জনকে পাঠান লেটেস্টলি বাংলার লক্ষ্মীপুজোর শুভেচ্ছা।


