Kerala Doctor Remove TV Remote Battery from Child's Stomach (Photo Credits: Twitter)

তিরুবনন্তপুরম, ১৯ ডিসেম্বরঃ কেরলের তিরুবনন্তপুরমের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা অসাধ্য সাধন করলেন। ২ বছরের এক শিশুর পাকস্থলী থেকে বের করলেন টিভি রিমোটের ব্যাটারি (Kerala Doctor Remove TV Remote Battery from Child's Stomach)। এন্ডোস্কোপির (Endoscopy) মাধ্যমে শিশুর পেট থেকে ওই রিমোটের ব্যাটারি বের করেছেন চিকিৎসকরা।  গাছ থেকে না বলে আম পাড়ায় যুবতীদের তরোয়ালের আঘাত, কেরলে ধৃত ৩

হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট জয়কুমার আইএনএএস-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনভাবে ওই ২ বছরের শিশুটি টিভি রিমোটের ব্যাটারি গিলে ফেলেছিল। তবে এন্ডোস্কোপির মাধ্যমে সেই ব্যাটারি বের করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “ওই শিশু, হৃষীকেশকে তাঁর বাবা মা প্রথমে বাড়ির কাছে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কোন কিছু সুরাহা না হওয়ায় এই হাসপাতালে নিয়ে আসে তাঁকে। আমরা যখন এই কেস সম্বন্ধে জানতে পারি সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটর প্রস্তুত করি। শিশুটিকে অ্যানাস্থেসিয়া দিয়ে মাত্র ২০ মিনিটের মধ্যে তাঁর পেট থেকে ব্যাটারিটি বের করা হয়েছে”। তিনি এও জানান, ওই ব্যাটারি যদি অন্য কোথাও গিয়ে আটকাত তাহলে শিশুটিকে প্রাণে বাঁচান মুশকিল হত।