বই প্রকাশের অনুষ্ঠানে আলিঙ্গন এবং চুম্বন করার জন্যে ছাত্র-ছাত্রীকে সাসপেন্ড করল বিশ্ববিদ্যালয়। কর্ণাটকের (Karnataka) বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার (Siddaramaiah) উপস্থিতিতে আয়োজন কড়া হয়েছিল এই বই প্রকাশের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে প্রকাশ্যে আলিঙ্গন এবং চুম্বন করায় যুগলকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করার ঘটনা প্রকাশ্যে এসেছে।
দেখুনঃ
#Bengaluru: The incident of two students being suspended for hugging and kissing at a book release function attended by Opposition leader Siddaramaiah came to light. pic.twitter.com/pGP7gJZcNz
— IANS (@ians_india) December 22, 2022
সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি উঠে আসতেই যুগলের সম্পর্কে ধর্মের রং লাগিয়েছে রাজনৈতিক নেতারা। হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেম মেনে নিতে পারেনি কর্ণাটকের হিন্দুত্ববাদীরা। যুগলের বিরুদ্ধে ‘লাভ-জিহাদ’ এর অভিযোগ তুলেছে তাঁরা। বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে যুগলকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।