বেঙ্গালুরু, ৫ নভেম্বরঃ কর্ণাটকে (Karnataka) নিজের বাড়িতেই খুন হলেন সরকারী আধিকারিক। বেঙ্গালুরুর (Bengaluru) সুব্রমণ্যপুরায় নিজের বাসভবনে ওই মহিলা সরকারী কর্মচারী কুপিয়ে খুন হয়েছেন বলে অভিযোগ। শনিবার রাতে বাড়ি থেকে উদ্ধার হয়েছে মহিলা আধিকারিকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে খবর, কর্ণাটকের খনি ও ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন মৃতা প্রতিমা। বছর ৪৫-এর মহিলা তাঁর স্বামী এবং ছেলেকে নিয়ে সুব্রমণ্যপুরার ওই বাড়িতে বিগত আট বছর ধরে রয়েছেন। ঘটনার দিন অফিস থেকে গাড়ি করে চালক তাঁকে বাড়িতে ছেড়ে দিয়ে যান। সেদিন বাড়িতে একাই ছিলেন প্রতিমা। তাঁর স্বামী এবং ছেলে সেই সময়ে বাড়িতে ছিলেন না। রাত সাড়ে ৮টার দিকে প্রতিমাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।
পরের দিন অর্থাৎ রবিবার সকালে তাঁর ভাই দিদির বাড়িতে এসে দেখেন, দিদি ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। পুলিশকে তিনি জানান, আগেই দিন রাতে দিদিকে বার বার ফোন করেছেন তিনি। কিন্তু দিদি ফোন না ধরায় খুব চিন্তা শুরু হয়। তাই সকাল হতেই দিদির বাড়িতে হাজির হন। এসে যা দেখলেন নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশে। কর্ণাটকে সরকারী আধিকারিরের খুনের মামলা নথিভুক্ত করেছে পুলিশ। কে বা কারা, কী উদ্দেশ্যে এমন নৃশংস কাজ করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।