চলতি বছরে বিচ্ছিন্ন বর্ষার জেরে জেরবার হয়ে উঠেছিল জনজীবন। কোথাও অতিবৃষ্টি ডেকে এনেছে বন্যা, ভূমিধস। যা প্রাণ কেড়েছে অসংখ্য মানুষের। কোথাও আবার অনাবৃষ্টিতে দেখা দিয়েছে খরা। বর্ষার অভাবে ফলনে এসেছে মন্দা। বরুণ দেবকে সন্তুষ্ট করে বর্ষা ডেকে আনতে আজও গ্রামেগঞ্জের মানুষের ভরসা কুসংস্কার। কখনও ব্যাঙের বিয়ে আবার কখনও গাধার বিয়ের সাক্ষী থেকেছে গ্রামবাসী। এমনই এক কুসংস্কারের ছায়া দেখা দিল কর্ণাটকের (Karnataka) চিক্কাবল্লাপুর গ্রামে। তবে বরুণ দেবকে তুষ্ট করতে এবার ব্যাঙ কিংবা গাধা নয় বরং দুই কিশোরকে বিয়ে দিল গ্রামের লোক মিলে।
চিক্কাবল্লাপুর সহ হিরেকাট্টিগেনাহল্লি, চিন্তামণি তালুক, প্লেগ কোলার কর্ণাটকের নানা জায়গায় অনাবৃষ্টিতে ফসলের ফলনে ঘাটতি দেখা দিয়েছে। বৃষ্টি ডাকতে তাই গ্রামের দুই বালককে বর-বউ সাজিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিল গ্রামবাসী। বৃহস্পতিবার রাতে চিক্কাবল্লাপুরে পঞ্চম শ্রেণির দুই বালকের বিয়ের আয়োজন করা হয়েছিল তাঁদের পরিবারের সহমতেই। দুই বালকের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অতিথিরা। অতিথিদের থেকে আশীর্বাদ, উপহার গ্রহণ করতেও দেখা গিয়েছে নব দম্পতিকে। আশ্চর্যজনক ভাবে দেখা গিয়েছে গ্রামবাসীদের এই আদ্ভুত কাণ্ডের মাঝে নেমেছিল বৃষ্টি। অল্প সময়ের জন্যে হলেও বৃষ্টিতে ভিজেছে এলাকা। আর তাতেই গ্রামবাসীদের কুসংস্কারে বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।
জানা গিয়েছে, বরুণ দেবকে সন্তুষ্ট করে বৃষ্টিকে আহ্বান জানাতে গ্রামবাসীদের আয়োজন করা দুই কিশোরের এই বিয়ে কেবলই একটা প্রথা মাত্র। এই বিয়ের কোন ভবিষ্যৎ থাকে না। অনুষ্ঠানের পর দুই বালক আবার নিজেদের সাধারণে ফিরে নিয়ে জীবনযাপন করতে পারবে।