Karnataka: পুত্র সন্তানের 'লোভে' স্ত্রীকে মারধর, গ্রেফতার স্বামী
প্রতীকী ছবি

সমাজে নারী-পুরুষ পাল্লা দিয়ে এগিয়ে চললেও এখনও পুত্র সন্তানের জন্যে হাহুতাশ করে বহু পরিবার। পুত্র সন্তানের জন্ম দিতে না পারলে স্ত্রীকে তাঁর স্বামী কিংবা শ্বশুরবাড়ির কাছ থেকে কটু কথা শুনতে হয়। শারীরিক কিংবা মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এমনই এক নিদর্শন কর্ণাটকের কোটা তালুকে। পুত্র সন্তানের জন্ম না দিতে পাড়ায় স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী।

আরও পড়ুনঃ মুম্বই মেট্রো স্টেশনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম চন্দ্রু। স্ত্রী শিবামার সঙ্গে তাঁর দুটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু পুত্র সন্তানের আশায় তৃতীয়বার বাবা হতে চান চন্দ্রু। কিন্তু তৃতীয়বারও স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিতে না পাড়ায় স্ত্রীয়ের উপর অত্যাচার শুরু করেন স্বামী। আর তাতে মদত দিতে থাকে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা।

স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান শিবামা। স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে।