নয়াদিল্লিঃ বিয়ের (Wedding) নামে একের পর এক প্রতারণা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর (Kanpur) থেকে গ্রেফতার 'লুটেরি দুলহন।' বিয়ের পরে মিথ্যে ধর্ষণের মামলা দেওয়ার পাশাপাশি ব্ল্যাকমেল করে ব্যক্তিদের থেকে মোটা অঙ্কের টাকা লুট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার ৮ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর কমপক্ষে ১২ জন উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি কানপুর এলাকার এক সাব-ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে সোমবার ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে,ওই মহিলার নাম দিব্যাংশী। পুলিশ সূত্রে খবর, গত দু'বছর ধরে অপরাধ করে যাচ্ছেন তিনি। প্রথমে পারিবারিক সম্পর্কের মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করতেন ওই মহিলা। তাদের বিশ্বাস অর্জন করার পরেই প্রেম বা বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়তেন। এরপর ধর্ষণ বা হয়রানির অভিযোগ করা হত। এই অভিযোগ প্রত্যাহারের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করত ওই মহিলা। জানা গিয়েছে, , প্রথমে দু'জন ব্যাঙ্ক ম্যানেজারকে টার্গেট করে ওই মহিলাকে। তাঁদেরকে বিয়ের পরে মিথ্যা ধর্ষণের অভিযোগ করা হয়। বিভিন্ন অ্যাকাউন্টে ওই মহিলা টাকা নিতেন বলেও জানতে পারে পুলিশ।মহিলার সঙ্গে আরও কারা যুক্ত তার খোঁজও করা হচ্ছে।
একাধিক পুরুষকে বিয়ের ফাঁদে ফেলে টাকা লুট, 'লুটেরি দুলহন'এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮ কোটি টাকা
2 दरोगा...2 बैंक मैनेजर से शादी रचाने वाली दुल्हन अरेस्ट: कानपुर में 10 खातों में मिले 8 करोड़, पुलिस अफसरों से भी हुआ लेन-देन https://t.co/HB4F4uj4gg#Kanpur #UPNews #HindiNews pic.twitter.com/HuJxmXYdAq
— Dainik Bhaskar (@DainikBhaskar) November 18, 2025