Indian Army Soldier Javed Ahmad. (Photo Credits: Twitter)

শ্রীনগর, ৩০ জুলাইঃ আচমকাই নিখোঁজ ভারতীয় জওয়ান। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগাম জেলা (Kulgam) থেকে শনিবার সন্ধেবেলা নিখোঁজ হয়েছেন জাভেদ আহমেদ ওয়ানি নামের ওই বছর পঁচিশের ভারতী সেনা। রবিবার সেনা নিখোঁজের সংবাদ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, কুলগাম জেলার অচথল এলাকায় তাঁর বাড়ি। কর্মসূত্রে লে লাদাখে থাকেন। সদ্যই দিন কয়েকের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। কিন্তু শনিবার সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাভেদকে।

আরও পড়ুনঃ কাজ নেই, খাবারের অভাবে নিয়ে পুলিশের কাছে সাহায্য চেয়ে চিঠি সীমা-সচিনের

ভারতীয় সেনাবাহিনী আধিকারিক সূত্রে খবর, পারনথল গ্রাম থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ জওয়ানের গাড়ি। ভারতীয় জওয়ানের খোঁজে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। তল্লাশির সুবিধার্থে পুলিশি পাহাড়ায় ঘিরে রাখা হয়েছে গোটা এলাকাটিকে।

পরিবারের দাবি, অপহরণ করা হয়েছে জাভেদকে। শনিবার সন্ধেবেলা বাজার করতে বেরিয়েছিলেন তিনি। সন্ধে গড়িয়ে রাত হতে থাকে অথচ ছেলে বাড়ি ফেরে না। রাত বাড়তে থাকায় চিন্তা শুরু হয় পরিবারের। আশেপাশে কয়েকটি গ্রামে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। কিন্তু কোন খোঁজ পাওয়া যায় না।

এক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তল্লাশির সময়ে উদ্ধার হওয়া গাড়ি থেকে একজোড়া চটি এবং রক্তের দাগ পাওয়া গিয়েছে।