গত শনিবার বান্দ্রায় ছেলের অফিসের সামনে খুন হতে হয় অজিত পাওয়ারের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে (Baba Siddique)। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এরকম ঘটনা কীভাবে ঘটল এই নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপি ঘনিষ্ঠ অজিত পাওয়ারের এনসিপি দলের নেতা ছিলেন বাবা সিদ্দিকি। তাই মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ইতিমধ্যেই এই ঘটনা ফার্স্ট্র ট্র্যাক তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তবে গোটা ঘটনার পর মুম্বই শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। এই নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস, এনসিপি (শরদ পাওয়ার) প্রশ্ন তুলছে। এবার এই নিয়ে প্রশ্ন তুললেন আরজেডি নেতা তেজস্বী যাদবও (Tejashwi Yadav)।

রবিবার তিনি বলেন, "এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। আমার বাবা সিদ্দিকির পরিবার ও ঘনিষ্ঠজনের প্রতি সমবেদনা রইল। উনি বিহারের গোপালগঞ্জের ছেলে। কয়েকদিন আগেই ওনার এবং ওনার ছেলে সঙ্গে কথা হয়ছিল। ওনার সঙ্গে আমার গোপালগঞ্জ নিয়েও কথা হয়। মুম্বই এক বড় একটি শহর। সেখানের মধ্যে বান্দ্রা অন্যতম একটি অভিজাত এলাকা। ফলে এত নিরাপত্তা থাকার পরেও কীভাবে খুন হল সেটাই সবথেকে বড় প্রশ্ন। পাশাপাশি একজন প্রভাবশালী ব্যক্তিকে যদি এভাবে খুন করা হয়, তাহলে এলাকার বাকি বাসিন্দারা আদৌ নিরাপদ তো"?