স্যাটেলাইট সিএমএস ০৩ (ছবিঃX)

নয়াদিল্লিঃ সফল উৎক্ষেপণ। ভারতের মাটি থেকে উৎক্ষেপণ হল ইসরোর (ISRO) তৈরি কৃত্রিম উপগ্রহ 'সিএমএস-০৩ (Satellite Cms 03)'-এর। নির্ধারিত সময়, রবিবার বিকেল ৫ টা ২৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উৎক্ষেপণ করা হয় এলভিএম৩-এম৫ রকেটটিকে। ৪৪১০ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে এই রকেটটি। মজার বিষয় হল, ইসরোর বিজ্ঞানীরা সাড়ে ৪৩ মিটার লম্বা রকেটটির নাম দিয়েছেন ‘বাহুবলী’।

আগে ৫৮৫৪ হাজার কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে ইসরোর তরফে। তবে তা ভারতের মাটি থেকে উৎক্ষেপণ করা হয়নি। ২০১৮ সালে দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গুয়ানার কোউরুও থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল কৃত্রিম উপগ্রহ জিস্যাট-১১। ‘এরিয়েন-৫ ভিএ-২৪৬’ রকেটের সাহায্যে মহাকাশের পাঠানো হয় উপগ্রহটিকে। এবার প্রথম ভারতের মাটি থেকে ভারী একটি উপগ্রহ মহাকাশে পাঠাতে সফল হল ইসরো। জানা গিয়েছে, সিএমএস-০৩ উপগ্রহ হল ইসরোর পঞ্চম সক্রিয় ফ্লাইট। ভারত মহাসাগর জুড়ে ভারতীয় নৌবাহিনীর যোগাযোগ নেটওয়ার্ক পরিকাঠামোকে উন্নত করতে এই উপগ্রহটি তৈরি করা হয়েছে। এতে সি, এক্সটেন্ডেড সি এবং কু ব্যান্ড-সহ মাল্টি-ব্যান্ড পেলোড রয়েছে, যা  ডেটা এবং ভিডিও ট্রান্সমিশনে সক্ষম। এই উপগ্রহটি ভারতীয় মহাকাশ প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী ভারতীয় বিজ্ঞানীরা।

 ইসরোর ঝুলিতে ফের সাফল্য, 'বাহুবলী' রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল কৃত্রিম উপগ্রহ 'সিএমএস-০৩'