আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। বিশ্বজুড়ে পালন হয় ২১ শে ফেব্রুয়ারি। বাংলা মায়ের দামাল ছেলেদের লড়াইয়ের ফল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা রাজপথে মিছিল বের করেন। তাদের এ মিছিলকে প্রতিহত করার জন্য পাক হানাদার বাহিনী তাদের উপর গুলি বর্ষন করে। ফলে সালাম, রফিক, বরকত, জব্বার সহ বাংলার অনেক দামাল ছেলে শহীদ হন। আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগকে মনে করায় আজকের এই দিন। তাদের লড়াইয়েই আমরা কারও চাপিয়ে দেওয়া ভাষায় নয় মাতৃভাষায় পরিচয় পেয়েছি। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি (21st February)আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

ভাষা শহিদদের স্মরণে গোটা বিশ্বের পাশাপাশি দুই বাংলাতেই একুশে ফেব্রুয়ারি দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। আজ এই মহৎ দিনে ২১ শে ফেব্রুয়ারির শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছে লেটেস্টলি বাংলা। সেই বার্তা আত্মীয় পরিজনকে শেয়ার করুন-

Happy International Mother Language Day 2023 Wishes in Bengali ( Photo Credit: File Photo)
Happy International Mother Language Day 2023 Wishes in Bengali ( Photo Credit: File Photo)
Happy International Mother Language Day 2023 Wishes in Bengali ( Photo Credit: File Photo)
Happy International Mother Language Day 2023 Wishes in Bengali ( Photo Credit: File Photo)