Independent Candidate Savitri Jindal Wins (Photo Credit: X)

নয়াদিল্লি: হরিয়ানার হিসার আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেশের সব চেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল। তিনি হিসার থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাবিত্রী জিন্দাল কংগ্রেস প্রার্থী রাম নিবাস রারাকে ১৮৯৪১ ভোটে পরাজিত করেছেন। সাবিত্রী জিন্দাল পেয়েছেন ৪৯২৩১ ভোট। এই জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ নিজের খুশির কথা জানিয়েছেন তিনি। তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'ধন্যবাদ হিসার পরিবার।' দেখুন-

৭৪ বছর বয়সী সাবিত্রী জিন্দালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জয়ী হওয়া অনেক দিক থেকেই বিশেষ। প্রথমত, সাবিত্রী জিন্দাল দেশের বিখ্যাত শিল্পপতি নবীন জিন্দালের মা। নবীন আগে কংগ্রেসে ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি কুরুক্ষেত্র লোকসভা আসনের বিজেপি সাংসদ। আরও একটি বিশেষ বিষয় হল দেশের সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, সাবিত্রী জিন্দালের মোট সম্পদ প্রায় ২.৮৮ লক্ষ কোটি টাকা। এ বছর তার সম্পদ বেড়েছে ৯.৬৮ বিলিয়ন ডলার।

জয়ী হওয়ার পর  উদযাপন-

দেশের শীর্ষ ১০ ধনী ব্যক্তির মধ্যে সাবিত্রী জিন্দাল রয়েছেন ৫ম স্থানে। এতে মুকেশ আম্বানি প্রথম, গৌতম আদানি দ্বিতীয়, শিব নাদার তৃতীয় এবং শাপুর মিস্ত্রি চতুর্থ স্থানে রয়েছেন। এরপর ৫ নম্বরে রয়েছেন সাবিত্রী জিন্দাল।